মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে এক অসহায় পরিবারের দীর্ঘদিন চাষাবাদকৃত প্রজেক্টে হামলা ভাঙ্গচুর ও লুটতরাজ চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এতে অসহায় পরিবারটি চকরিয়া থানায় প্রভাবশালীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলবুনিয়ায় স্থানীয় সন্ত্রাসী ও বহু মামলার আসামী ফজলুল হকের পুত্র মোঃ সেলিম (৩২) কুরবান আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৫) আনোয়ারের পুত্র কায়েম উদ্দীন (২২) হোসেন মাঝির পুত্র রশিদ (৩০) করিম উল্লাহর পুত্র মনজুর আলম (৫০) ও ফজলুল হক (৬০)সহ ২০/২৫ দুর্বৃত্ত চাষাবাদের প্রজেক্টে হামলা ও ভাঙ্গচুর চালিয়ে গরু, ছাগল ও চাষাবাদের মাছ লুট করে নিয়ে যায়।

ঘটনার বিররণে জানা যায়, (বুধবার)২৫ মে দুপুর আড়াই ঘটিকার সময় উপরে বর্ণিত সন্ত্রাসীরা প্রজেক্টে হামলা ও ভাঙ্গচুর চালিয়ে জায়গা জবরদখল করে।

ভুক্তভোগী রাসেদা বেগম জানান, তিনি বর্ণিত জায়গায় দীর্ঘদিন যাবত বসবাস করিয়া গরু, ছাগল পালন ও মাছ চাষ করিয়া আসিতেছে।কিন্তু স্থানীয় দখলবাজ সেলিম ও সাইফুল গংদের নেতৃত্বে জায়গাটি কিছু ভূমিদস্যুদের লুলোপদৃষ্টি পড়ে। এমনকি গত কিছুদিন যাবত তারা আমার ভোগদখলীয় জমিটি নিজের দাবী করিয়া বিভিন্ন সময় আমাদের হুমকি ধুমকি দিয়ে আসছিল। যা স্থানীয় মেম্বারসহ গণ্য মাণদের অবগত করেছি। গতকাল আমি কক্সবাজার শহরে ডাক্তার দেখাতে গেলে আমার অনুপস্থিতির সুযোগে সেলিম ও সাইফুলের নেতেত্বে ২০/২৫ জন সন্ত্রাসী আমার প্রজেক্টে ঢুকে আমার স্কুল পড়ুয়া ছেলে জুনাইদকে মারধর পূর্কব বেঁধে রেখে আমার পালিত একটি গরু ৩টি ছাগল ও চাষাবাদের প্রজেক্টের মাছ গুলো লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল দেড় লক্ষাধীক টাকা।

আমার ছেলে শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন কি পরবর্তীতে তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার পজেটের বাঁধ কেটে সেখানে সিমানা তৈরী করছে বলে জানতে পারি। আমরা বাড়ীতে থাকলেও আমার স্কুল পড়ুয়া ছেলেকে গুম অপহরণ ও হত্যা করা হবে হুমকি দেওয়ায়এক প্রকার ঘরে জিম্মি অবস্থায় জীবন যাপন করছি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পারভিন আক্তার জানান, দিনদুপুরে যেভাবে একটি অসহায় পরিবারের চাষাবাদের প্রজেক্টে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তা আইয়্যামে জাহেলিয়া যুগকেও হার মানায়।
এব্যাপারে নিরাপত্তাহিনতায় থাকা অসহায় পরিবারটি প্রভাবশালীদের দখলকৃত জায়গাটি উদ্ধার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেন।