আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে ২০হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকরীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
গতকাল বুধবার (২৫মে ) সন্ধ্যা ৭ টারদিকে টেকনাফ কলেজ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) ও মোহাম্মদ হোসেনের ছেলে ফয়সাল (২২) কে আটক করা হয় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষে জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে এস এম ফারুক বাবুল মার্কেটস্থ সিফা মোটরস নামীয় দোকানের সামণন অভিযান চালিয়ে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।