মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থীদের (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭ তম সভা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মে রাতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইজিপি ড. বেনজীর আহমেদ, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রোহিঙ্গা শরনার্থী সমন্বয়, ব্যবস্থাপনা ও রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা নিয়ন্ত্রণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয় বলে সভায় অংশ নেওয়া একজন জানিয়েছেন।
প্রসঙ্গত, এই সভায় অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থকে কক্সবাজার আসেন।