প্রেস বিজ্ঞপ্তি:

ভাসানচরে অবস্থানরত এফডিএমএনদের সাংস্কৃতিক ও মানসিক উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে ৬১ নং ক্লাস্টার সংলগ্ন ফুটবল মাঠে ০২ জুন  ক্যাম্প ইনচার্জ’র কার্যালয়, ভাসনচরের সরাসরি তত্তাবধানে এবং এনজিও, আইএনজিওর সার্বিক সহযোগিতায় ৮ টি রোহিঙ্গা দল নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয় ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাব, ভাসানচর বনাম ড্রিম ফুটবল ক্লাব, ভাসানচর।

বিকাল ৪ ঘটিকায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ড্রিম ফুটবল ক্লাবের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি, জনাব লি জিমিং,  রাষ্ট্রদূত, চীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রতাবার্সন কমিশনার (উপ-সচিব)  মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। অদ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ক্যাম্প ইন চার্জ, ভাসানচর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওআইসি, বাংলাদেশ নেভী, ভারপ্রাপ্ত কর্মকর্তা – ভাসানচর থানা, উপ পরিচালক – এনএসআই, ভারপ্রাপ্ত কর্মকর্তা -এপিবিএন, ভারপ্রাপ্ত কর্মকর্তা -ডিজিএফআই ও এনজিও, আইএনজিওর কর্মকর্তাগণ।