জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ ৪ জুন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে খ (বি) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় শেষ হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আটটি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ভর্তি পরীক্ষায় ১৭৮৮ টি আসনের বিপরীতে লড়বেন ৫৮ হাজার পরীক্ষার্থী ৫৬৭ জন। প্রতি আসনে লড়বেন ৩৩ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
আজ সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বি ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে আরো ৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থী বাছাই করতে চাই।আমি বাহিরের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলেছি। আমাদের মনে হয়েছে বাহিরের পরিবেশে আরেকটু সংস্কার দরকার। পরীক্ষা কেন্দ্রে অধিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় যারা আছেন ,তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা নিচ্ছে।
কোন ধরনের অশুভ শক্তি যেন কোন কিছু করতে না পারে সেজন্য সবমহল সচেতন এবং সজাগ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রফেসর ডঃ আবদুল বাছির,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ নিজামুল হক ভূঁইয়া,প্রক্টর অধ্যাপক ডঃ একেএম গোলাম রব্বানী প্রমুখ ‌‌‌‌।
দুপুর সাড়ে বারোটায় ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মানবিক গ্রুপ থেকে এইচএসসি পাস করা এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী সাজির হোসেন খান জানান, প্রশ্নের মান ভালো।ঢাকা বিশ্ববিদ্যালয় অনুসারে এটা মানানসই হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো করে পরীক্ষা দিতে পেরেছি। আশাকরি,ঢাবিতে চান্স পাব।