এম আবু হেনা সাগর,ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে জনশুমারীও গৃহগণনা উপলক্ষে ৪ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
৪ জুন সকাল ৯টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সদর উপজেলা শুমারী সমন্বয়কারী মিছবাহুল ইসলাম মুন্নার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্স বাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তি যোদ্বা মাষ্টার নুরুল আজিম,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও পল্লী বিদ্যুতের ডিজিএম ও ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ঈদগাঁও উপসহকারী কৃষি অফিসার শাখাওয়াত হোসেন।
জালালাবাদ-ঈদগাঁও ইউনিয়নের সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিনের কর্মশালার প্রথমদিনে প্রশিক্ষক ছিলেন- জোনাল অফিস উপ-সহকারী কৃষি অফিসার জিকু দাশ।
এ প্রশিক্ষণে দুই ইউনিয়ন থেকে প্রায় ১ শত ৭০ জন জনশুমারী কাজে নিয়োজিত নরনারী অংশ নেন বলে কৃষি অফিসার জিকু দাশ জানালেন।