মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার হোয়ানকের দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বহু মামলার আসামী আজিজুল হক প্রকাশ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে হোয়ানক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সন্ত্রাসী আলম হোয়ানক কেরুনতলী নয়াপাড়া এলাকার মৃত বক্সু মেস্বারের পুত্র।
সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হাই জানিয়েছেন, থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক ওরফে আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাসহ বিভিন্ন অপরাধে ১৫টির বেশি মামলা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ত্রাসী আলম দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এক কিশোরীকে ধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলো সে। কারাগার থেকে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে। বর্তমানে সে ও তার পরিবারের কাছে জিম্মি হয়ে আছে পুরো এলাকার মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বহু পরিবার। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।