মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান মঙ্গলবার ৭ জুন ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান মঙ্গলবার বিকেল ৪ টা ১৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন বুধবার ৮ জুন সকাল ৮ টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে “বঙ্গবন্ধু বে অব বেঙ্গল ফেস্টিভাল-২০২২” এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। একইদিন সকাল ১০ টায় তিনি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত “বঙ্গবন্ধু, বঙ্গোপসাগর এবং ব্লু ইকোনমি” বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান কক্সবাজারে ২ দিনের সফর শেষে একইদিন বিকেল ৫ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ২০০৭ সালের ১৩ মে থেকে ২০০৮ সালের ২৮ আগস্ট পর্যন্ত কক্সবাজারের ১৬ তম জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব পালন করেছেন।