মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে গত ১৭ অক্টোবর চেয়ারম্যান-মেম্বার পদে ৭৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসর আবু জাফর ছালেহ জানান বাইশারী ও দোছড়ি ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থী ও ৭২ জন পুরুষ-মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে এক মেম্বার প্রার্থী মনিরুল আলম ছাড়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।
এর মধ্যে বাইশারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ হওয়া ৩ প্রার্থী হলেন নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানী,নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম। এ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও পুরুষ সদস্য পদে ২৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। অপদিকে দোছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ ইমরান মেম্বার,বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ'র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও পুরুষ সদস্য পদে -২৭ জনের মধ্যে ২৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।