মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিআইইউ) এর আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ জুন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার কক্ষে “বিকল্প বিরোধ নিষ্পত্তি যত হবে, জনগণ তত সুফল পাবে” বিষয়ে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির সেক্রেটারি প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, ইউনিভার্সিটির রেজিষ্ট্রার প্রফেসর সুকুমার দত্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাজ্জাতুন নেছা, ইউনিভার্সিটির আইন অনুষদের প্রধান এবং সহকারী অধ্যাপক অরুপ রতন সাহা, সিএসই বিভাগের অধ্যাপক আনন্দিপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন অরুপ রতন শাহা, বেগম সাজ্জাতুন নেছা এবং আনন্দিপ বড়ুয়া। অনুষ্ঠিত সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকার ও বিরোধী দলের হয়ে তার্কিকেরা অংশ নেন। সরকারি সহায়তায় আইনগত সেবা প্রদান বিষয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা বিস্তারের অংশ হিসেবে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয়ের উপর দু’দলের মনোমুগ্ধকর যুক্তি-তর্ক ও বিচাকের রায় প্রদানের মাধ্যমে বিরোধী দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিতর্কে বিজয়ী দলের বিরোধী দলীয় নেত্রী নুসরাত জাহান জিশান, বিরোধী দলীয় উপনেতা ইমরানুল হক ও সংসদ সদস্য ওয়াসি চৌধুরী’কে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ক্রেস্ট ও পরাজিত দলকে রানার্স আপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা হিসেবে সরকার দলের সংসদ সদস্য মুক্তাদিল জয়-কে ক্রেস্ট প্রদান করা হয়। দু’দলের সকল প্রতিযোগীদের মাঝে টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।