মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল শুক্রবার ১০ জুন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সকাল সাড়ে ৯ টায় তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ সমুহের অধ্যক্ষদের জন্য উখিয়ার ইনানী রয়েল টিউলিপ এর কনভেনশন হলে আয়োজিত সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক কর্মশালায় যোগ দেবেন। শুক্রবার বিকেল ৪ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। উভয় কর্মসূচীতে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
পরদিন শনিবার ১১ জুন সন্ধ্যা ৭ টায় কক্সবাজার মেডিকেল কলেজে সেন্টার ফর মেডিকেল এডুকেশন কর্তৃক আয়োজিত "Teaching Methodology & Assessment" বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন, সনদ বিতরণ এবং চলমান প্রশিক্ষণের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। এ সফরে একই বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সফরসঙ্গী হিসাবে থাকবেন।
পরদিন রোববার ১২ জুন সকাল ১০ টা ৩৫ মিনিটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল ৩ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।