শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:
সারাদেশ ব্যাপী হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে কুতুবদিয়া থানার উদ্যোগে বড়ঘোপসহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটনের সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার। সম্প্রীতি সভায় বিভিন্ন আলেম উলামা, হিন্দু সম্প্রদায়ের নেতারা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ, আলী আকবর ডেইল ইউনিয়ন, কৈয়ারবিল ইউনিয়ন, লেমশীখালী ইউনিয়ন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন ও উত্তর ধূরুং ইউনিয়নেও এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।