প্রেস বিজ্ঞপ্তি:

রামুতে সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা আজ (১৭ জুন)শুক্রবার। বিকাল ৩ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল মুখোমুখি হবে আবীর বড়–য়া স্মৃতি ফুটবল দলের। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। খেলায় জেলা-উপজেলার সাবেক কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক, প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ বিশেষ অতিথি থাকবেন।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত খেলা উপভোগ করার জন্য সকল ক্রীড়ামোদি দর্শক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সকল উপদেষ্টা, সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের চেয়ারম্যান রাজু বড়–য়া ও মহাসচিব আবু বক্কর ছিদ্দিক।

উল্লেখ্য যে, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব অতীতের ধারাবাহিকতায় এবছরও সাবেক কৃতি ফুটবলার-প্রয়াতদের মধ্যে

আবীর বড়–য়া স্মৃতি ফুটবল দল, নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল, ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল ও প্লাবণ বড়–য়া স্মৃতি ফুটবল দল এ বিভক্ত হয়ে গত ১ এপ্রিল এ ফুটবল লীগের শুভ উদ্বোধন হয়। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবারে এ খেলার আয়োজন করা হতো। আজকের (১৭ জুন) ফাইনাল বা সমাপনী খেলাকে ঘিরে আয়োজক কমিটি রামু স্টেডিয়াম নবরূপে সাঁজিয়েছে।### ###

নীতিশ বড়–য়া, রামু। ১৬ জুন।