বলরাম দাশ অনুপম:
সারাদেশের ন্যায় কক্সবাজারেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজিন ছিল শহরের ইসকন মন্দিরে। এর আগে গত দুই বছর করোনা মহামারীর কারণে রথযাত্রার মহাশোভাযাত্রা বের করা হয়নি।
তাই এবার ভক্ত ও আয়োজক কমিটির সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহ ছিল বাঁধভাঙা। রথযাত্রাকে ঘিরে আয়োজন করা হয় নানা আয়োজন। এছাড়া রথযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কক্সবাজার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের।
এরমধ্যে ছিল শহরের ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরে ভোর সাড়ে ৪ টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের রাজবেশে দর্শন, সকাল ৮টায় গুরু পুজা, সাড়ে ৮ টায় শ্রী চৈতন্য চরিতামৃত থেকে জগন্নাথ লীলা পাঠ, সকাল ১০ টায় বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, দুপুর ১২ টায় মধ্যহ্নকালীন ভোগারতি, দুপুর ১ টায় হাজার হাজার ভক্তদের মাঝে বিতরণ করা হয় জগন্নাথদেবের মহাপ্রসাদ, আড়াইটায় ঐতিহ্যবাহি গোলদীঘির পাড় চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন মেলা এবং বিকাল ৩ টায় একই স্থানে রথযাত্রার উদ্বোধনী অনুষ্টান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত নর-নারীদের মধ্যে ছিল বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার।
কারণ দীর্ঘ দুই বছর পর আবারও শ্রীশ্রী জগন্নাথদেব তাঁর ভ্রাতা বলরাম আর ভগ্নি শুভদ্রাকে নিয়ে জগৎবাসীকে কৃপা করার জন্য রাজপথে সুবিশাল রথসহকারে পরিভ্রমনে বের হয়েছিলেন। কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর-রামু ও ঈদগাহ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবুল শর্মা। বিশেষ অতিথি ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার, জেলা হিন্দু পরিষদের সভাপতি দীপক দাশ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দিপ্তী শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজন শর্মা জন, জেলা জাতীয় হিন্দু মহাজোটের সুজন চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন মিন্টু শর্মা (শিক্ষক) সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উৎসবময় চৌধুরী। পরে শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে গোলদিঘীর পাড় থেকে রথ পরিক্রমা শুরু হয়ে ষ্টেডিয়াম রোড-সিভিল সার্জন অফিস-সুগন্ধা পয়েন্ট-সুগন্ধা বীচ পয়েন্ট-সী গাল হোটেল রোড-লাবণী পয়েন্ট-সিভিল সার্জন রোড-জেলা পরিষদ রোড-আইবিপি রোডে এসে শেষ হয়।