আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মোজাহার মিয়া প্রকাশ মোজাহের (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২ জুলাই) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক মোজাহার মিয়া প্রকাশ মোজাহের (৩৮) ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার আটক আসামির বসত-বাড়ির থেকে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।