মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্য, সমিতির চার বারের নির্বাচিত সাবেক সিনিয়র সহ সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ আর নেই। রোববার ৩ জুলাই সকাল ৭ টার দিকে কক্সবাজার শহরের বাহারছরার বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহছেনিয়া পাড়ার মৃত হাবিবুর রহমান এর পুত্র এবং পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ’র ভাই। এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ ১৯৮৮ সালের ৮ এপ্রিল একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
সবার প্রিয়মুখ এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ’র মৃত্যুর খবরে কক্সবাজার আদালত পাড়া ও তাঁর নিজ এলাকা পিএমখালী’র ইউনিয়নের মোহছেনিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।