মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ২ দিনের সফরে বুধবার ৬ জুলাই কক্সবাজার আসছেন।
সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বুধবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সকাল ১০ টায় তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলায় সাক্ষ্য দেবেন। বিকেল ৩ টায় তিনি কাঁকড়া হ্যাচারী এবং প্রস্তাবিত পিসিআর ল্যাবের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করবেন। সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সাড়ে ৪ টায় টেকনাফের সাবরাং এ সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিএমসি স্থাপনের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় হোটেল রয়েল টিউলিপে এসপিএফ বাগদা পোনা উৎপাদনে করণীয় শীর্ষক স্টেক হোল্ডার কনসাটেসন কর্মশালায় তিনি অংশ নেবেন। সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ২ দিনের কক্সবাজার সফর শেষে একইদিন বিকেল ৩ টায় সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব গোলাম মহিউদ্দিন হাসান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।