মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় শফিকুল কাদের (১৮) নামের এক মোটর সাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গবলবার ভোরে উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের দুর্গম পাহাড়ি বাছুরীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিকুল কাদের উপজেলার সরই ইউনিয়নের প্রধানঝিরির বাসিন্দা মো. ইউনুছের ছেলে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শফিকুল কাদের সরই ও আজিজনগর ইউনিয়নের বিভিন্ন সড়কে ভাড়ায় মোর্ট সাইকেল চালাত। সোমবার রাতে দুর্বৃত্তরা শফিকুল কাদেরের মোটর সাইকেল ভাড়া করে আজিজনগর ইউনিয়নের বাছুরীপাড়ার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা শফিকুল কাদেরের গলা কেটে হত্যা করে মোটর সাইকেলটি নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মোটর সাইকেল চালক শফিকুল কাদেরের লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতকদের আটক সহ ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।