এম বশির উল্লাহ, মহেশখালী:
পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিরলস সেবার কাজ করে যাচ্ছে পুলিশ। মানবিক কিছু পুলিশ কর্মকর্তাদের সহযোগিতামূলক কর্মকান্ডের কারণে জনগণ পুলিশকে পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করে। এমনই একজন মানবিক পুলিশ কর্মকর্তা কক্সবাজার জেলার মহেশখালী থানার অফির্সাস ইনর্চাজ মো: আব্দুল হাই পিপিএম। তিনি চলে গেলেন মহেশখালী বাসীর দোয়া ও ভালোবাসা জয় করে তাকে চোখের জ¦লে বিদায় দিলেন দ্বীপের মানুষ। ওসি আব্দুল হাই বিগত ২২ আগে মহেশখালী থানায় যোগদান করেন। যোগদান করেই তিনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং অপারেশন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এলাকার অপারেশন মানচিত্র তৈরি করেন। এই মানচিত্র মোতাবেক ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের বুঝিয়ে দেন। যখন পুলিশ সদস্যরা অপারেশনে থাকেন তখন তিনি ওই মানচিত্র দেখে দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি যত দিন এই দ্বীপ উপজেলায় চাকরি করেছেন ততদিন প্রতি মুহুর্তে সাধারন মানুষের সেবা করে গেছেন।র করোনা প্রতিরোধে প্রথম সারিতে থেকে এলাকার বিভিন্ন হাট বাজার, মসজিদ, মন্দিরে যেয়ে জনসচেতনতামূলক ও করোনায় করণীয় বিষয়ে উপর জোর বক্তব্য দেন। এই বিশ্ব মহামারিতে জনগণকে ঘরে থাকার জন্য আহব্বান জানান। ডেঙ্গু ও স্বাস্থ্য সুরক্ষায় তিনি নিজ উদ্যোগে থানার সকল অফিসার কনস্টেবল সহ থানা এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেন যা, দৃষ্টান্তমুলক। ইতিপুর্বে কেউ এমন কাজ করে নাই। বর্ষা মৌসুমে থানা পুকুরে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরিবেশ রক্ষার্থে তিনি থানা চত্বরে বনজও ফলজ বৃক্ষ রোপণ করেন। থানা এলাকা শ্রীবর্ধনে রাতে বিভিন্ন রংয়ের লাইটের ব্যবস্থা করেন। তিনি থানা মসজিদ ও ওজুখানা সংস্কার করেন।
এমন এক মানবিক ওসিকে গতকাল মঙ্গলবার (৫ জুলাই) বিদায় দিলেন মহেশখালী বাসী । বিদায় বেলায় তাকে মহেশখালীর সাধারন মানুষ ফুলের গাড়ি সাজিয়ে জেটিঘাট র্পযন্ত পৌছে দেন এসময় তিনি আবেক আফ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি বলেন, আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন আমি আপনাদেরকে সেই পরিমান কাজ করে দিয়ে যেতে পারিনি সেই জন্য আমি মহেশখালী বাসীর কাছে চির ঋনী হয়ে থাকবো। আমার চাকুরী জীবনের সব চেয়ে স্বরনী দিন হয়ে থাকবে মহেশখালীর এত মানুষের ভালোবাসা।
মহেশখালী সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকির সভাপতিত্বে এক বিদায় সংর্বধনার আয়োজন করে মহেশখালী থানা প্রশাসন। মঙ্গলবার সকালে উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন, সহকারী কমিশনার ভুমি সাইফুল ইসলাম, নবাগত ওসি প্রনব চৌধুরী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা: মাহফুজুল হক, তদন্ত ওসি আশিক ইকবাল, এস আই আবু বক্কর, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক শরিফ, কুতুবুজমের শেখ কামাল, পৌর কমিশনার প্রনব কুমার দে, প্রেস ক্লাব সভাপতি আবুল বশর পারভেজ সহ অনেকেই বক্তব্য রাখেন। এদিকে অনুষ্টানের শেষে বিদায়ী ও নবাগত ওসিদের কে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট দিয়ে সংর্বধনা জানান উপজেলা প্রশাসন।