প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাবেক কার্যনির্বাহী সদস্য ও জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুনিল কান্তি দত্ত পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টায় শহরের হাসপাতাল সড়কস্থ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখি রেখে যান তিনি। এদিকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি চৌফলদন্ডীর মহা-শ্মশানে সুনিল দত্তের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। সুনিল দত্তের মৃত্যুতে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে শোক জানিয়েছেন সভাপতি এডভোকেট বাপপী শর্মা এবং সাধারণ সম্পাদক-২ বলরাম দাশ অনুপম। বিবৃতিতে নেতৃবৃন্দ সুনিল দত্তের আত্মার সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।