শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়ায় সৈকত শর্মা নামের এক যুবকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে সকাল ৭টার দিকে সৈকত পাড়ার রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা।

নিহত সৈকত শর্মা ঝিলংজার রবি শর্মার পুত্র। পেশায় নরসুন্দর ছিলেন, তিন মাস ধরে সৈকত পাড়ার একটি সেলুনে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সৈকত শর্মার সেলুন মালিক জানিয়েছেন, সকালে বাসা থেকে বের হয়ে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। তাকে বিষয়টি মুঠোফোনে জানান লোকজন। তিনি ঘটনাস্থলে এসে মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান।

সেলুন মালিক আরো জানিয়েছেন, মৃত সৈকত শর্মা তিন মাস আগে তার সেলুনে যোগ দেন। প্রায় সময় মাদক সেবন করতো সে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানিয়েছেন, মৃতদেহে বড় আঘাত নেই। তবে দুই হাতে কনুইয়ে চামড়া ছুলে গেছে। সকল প্রক্রিয়া শেষ করতে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।