আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোন পাচারকারী আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১টার দিকে টেকনাফের জইল্যার দ্বীপ সংলগ্ন নাফ নদী হতে মাদকের চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জইল্যার দ্বীপে অবস্থান নেয় বিজিবি টহল দল। বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার হতে কর্কশীটের তৈরী ভেলায় ভেসে দুইজন লোক সীমান্ত অভিমুখে আসতে দেখে ট্রলারে করে ধাওয়া করে বিজিবি টহলদল। এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে তারা উভয়ে নদীতে লাফিয়ে সাঁতারকেটে মিয়ানমার দিকে চলে যায়। পরে ভেলাটি উদ্ধার করে তার উপরে থাকা কারেন্ট জাল মোড়ানো ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৮০ লক্ষ টাকা। পরবর্তীতে টহলদল কতৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের কোন সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে
চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে সদরের স্টোরে জমা রাখা করা হবে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।