প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর,গুরুতর অসুস্থ মাওলানা হাফেজ ছালামতুল্লাহ এবং নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কারাগারে জটিল রোগাক্রান্ত মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীর রোগমুক্তি কামনায় দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকেলে সংগঠনের জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আজিজী বলেন, ঈমানী আন্দোলন-সংগ্রামে মাওলানা হাফেজ ছালামতুল্লাহর অবদান অনস্বীকার্য। তাঁর মত একজন একনিষ্ঠ, আত্মত্যাগী আদর্শ সিপাহসালার আমাদের জন্য বড়ই সম্পদ। এ আদর্শ নেতার রোগমুক্তির জন্য দু’আ জারি রাখতে হবে।
তিনি কারাগারে গুরতর অসুস্থ মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেছেন, মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী কারাপ্রকোষ্টে বেশ কিছুদিন আগেই জটিল রোগ যক্ষ্মায় আক্রান্ত হয়ে পড়েন। এছাড়াও তাঁর শ্বাসকষ্ট, হার্টের সমস্যা ও হাই প্রেশার রয়েছে। এমতাবস্থায় ৫১ দিন রিমান্ডে অমানবিক নির্যাতনের ফলে মজলুম এ আলেমের হাটু, ঘাড় ও কোমরে প্রচণ্ড ব্যাথা অনুভূত হচ্ছে। এসব শারিরীক অসুস্থতা ও জটিলতায় কারাগারে তিনি অত্যন্ত মানবেতর দিন যাপন করছেন। এমনকি নামাযে রুকু, সিজদা করাও তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে কারাবন্দী ও গুরুতর অসুস্থ মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে অনতিবিলম্বে মুক্তি দেয়া ধর্মপ্রাণ জনতার প্রাণের দাবি।
কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা উপদেষ্টা মাওলানা কারী আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত দু’আ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ইসলামী ছাত্রসমাজের সাবেক সংগঠন সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, কেন্দ্রীয় নেতা হাফেজ আমানুল হক আমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
দু’আ মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, কক্সবাজার শহর আমীর মাওলানা মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মোহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, রামু উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক যায়নুল আবেদীন, রামু উপজেলা দফতর সম্পাদক হাফেজ নুরুল আলম, ছাত্রনেতা তাওহিদুর রহমান প্রমুখ।
দু’আ মাহফিলে মাওলানা হাফেজ ছালামতুল্লাহ ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আশু রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
এদিকে, হাফেজ মাওলানা সালামতুল্লাহকে দেখতে গেছেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী ও কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ এডভোকেট রিদওয়ানুল কাবীর।
তারা অসুস্থ এই প্রবীণ আলেমে দ্বীনের দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।