হ্যাপী করিম, মহেশখালী:
‘চলো আমরা যুক্ত হই:স্মৃতি চারণ করি’ স্লোগানে মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ই জুলাই-২২ মঙ্গলবার দিনব্যাপী মিলন মেলা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অহনা কনভেনশন হলে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছৈয়দুল হক সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুল বর্তমান প্রধান শিক্ষক, হিমাংশু বিকাশ দে, মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদ, মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুলের প্রাক্তন শিক্ষক বর্তমান সিনিয়র শিক্ষক, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের লায়েক হায়দার, মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুল প্রাক্তন শিক্ষক বর্তমান ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, শান্তিব্রত বড়ুয়া। মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুল প্রাক্তন শিক্ষক, আমিনুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুলের বর্তমান শিক্ষক- মেরি শর্মা, নজরুল ইসলাম, সুমন কান্তি দে, রীনা রাণী দে, নীপা আক্তার, মোহাম্মদ খাইরুল্লাহ, মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুল প্রাক্তন শিক্ষার্থী ও মহেশখালীর প্রথম মহিলা সাংবাদিক বদরুন্নেছা সুখি (হ্যাপী করিম), আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পী, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
পূর্বে সম্মানিত অতিথি বৃন্দরা ৩০ বছরের পূর্তির কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু। অনুষ্ঠানে স্কুলের জন্য স্থায়ী জমি বরাদ্দের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের শৈশবে স্মৃতিচারণ ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯২ সালে মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা হয়। এটি বৃহত্তর মহেশখালী শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এখনো সুনাম ধরে রেখেছে। অনুষ্ঠান শেষে সাংবাদিক বদরুন্নেসা সুখি (হ্যাপী করিম) দেয়া এক সাক্ষাৎকারে মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক হিমাংশু বিকাশ দে বলেন, “স্কুলের জন্য স্থায়ী জমি বরাদ্দ, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সহযোগিতা পেলে শুধু মহেশখালী নয়, বরং পুরো জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুল।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।