মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পেশকার পাড়ার কাটির মাথা চিংড়ি ঘেরের পানিতে ডুবে প্রাণ হারানো মেধাবী শিক্ষার্থী ফয়সাল নেওয়াজ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার ১৬ জুলাই জোহরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে নিহত ফায়সাল নেওয়াজ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক শিক্ষাবিদ এ.এম সিরাজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম রুবেল, নিহত ফয়াসালের পিতা শফিউল আলম বক্তব্য রাখেন। জানাজায় প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে ফয়সাল নেওয়াজ এর দাফন সম্পন্ন করা হয়।
নিহত ফয়সাল নেওয়াজ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ সালের এবং চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলো। কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ার শফিউল আলম এর জ্যেষ্ঠ পুত্র।
শুক্রবার ১৫ জুলাই বিকেলে কক্সবাজার শহরের পেশকার পাড়ার কাটির মাথা চিংড়ি ঘেরের পাশে ফয়সাল নেওয়াজ কয়েকজন বন্ধু সহ বেড়ানোর সময় পা পিছলে চিংড়ি ঘেরের গভীর পানিতে ডুবে যায়। পরে দীর্ঘ ৫ ঘন্টা পর সী সেইভ লাইফগার্ড কর্মীরা এসে ৫ মিনিটের মধ্যে চিংড়ি ঘেরের গভীর পানি থেকে ফয়াসাল নেওয়াজকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসাপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।