কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় কাঁচা বেড়িবাঁধ পূর্ণিমার জো’তে অস্বাভাবিক পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কৈয়ারবিল ইউনিয়নের বিন্দা পাড়াসহ বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই ) বিকালে খবর পেয়ে
এ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
তিনি জানান,ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে ।
এসময়,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোঃ আজমগীর মাতবর, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।