ডেস্ক নিউজ: কক্সবাজার শহরের লালদিঘী পাড়ের নজরুল বোডিং , পাঁচতারা হোটেল ও আহসান বোডিং এ পতিতাবৃত্তির অভিযোগে কক্সবাজার সদর মডেল ও গোয়েন্দা পুলিশ (ডিবি)যৌথ অভিযান চালিয়ে
৯ পতিতা ও ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার বিকালে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র মতে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন গ্রেফতারকৃতসহ জড়িতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।