কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শনিবার (১৬ জুলাই) বিকালে একটি ইউনিয়নের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
২৮ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আজ জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চার ইউনিয়নে কোনো কমিটি না হওয়া এবং এলাহাবাদ ইউনিয়ন কমিটির সভাপতির নাম ঘোষণার সময় হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ারম্যানকে কিল-ঘুষি মারতে থাকেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। পরে বিষয়টি জানতে আবুল কালাম আজাদের মুঠোফোনে কল করা হলে তার আত্মীয় শিমুল ফোন ধরে জানান, ঘটনা সত্য।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের মোবাইলে বারবার ফোন করেও তার বক্তব্য জানা যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।