প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ ও সুইডিশ ইন্সটিটিউট এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে পালিত হলো প্লগিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ ঘোষিত এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রা কমানোর জন্য এই সেশনটি সকলের কাছে উৎসাহমূলক দৃষ্টান্ত।
জগিং এর সাথে সাথে অপ্রয়োজনীয় পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করে সকলে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারবে তেমনিভাবে জগিং করার ফলস্বরূপ নিজেদের স্বাস্থ্যগত উন্নতিও করা সম্ভব হয়। তাই উন্নত বিশ্বের এমন পরিবেশ পরিশোধক ধারণাকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে ছড়িয়ে দিতে এই সেশনটির আয়োজন করা হয়।
একই সাথে এই দিনে বিশ্বের আঠারো টি দেশে এই কর্মসূচি পালিত হলো। এই সেশনের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিকমুক্ত পৃথিবী তৈরির জন্য গণসচেতনতা সৃষ্টি করা এবং সেচ্ছাসেবামূলক কাজের প্রতি উৎসাহিত করা।
কর্মসূচির বাস্তবায়নে সুইডিশ ইনস্টিউট এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলো সিবিআইইউ আইন বিভাগের ল' ক্লাবের প্রেসিডেন্ট আসিফ মো বাপ্পি এবং সেক্রেটারি মো সাইফুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীরা।
পুরো সেশনটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের প্রভাষক মো নুরুল আমিন এবং প্রভাষক অরুপ রতন সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন সিবিআইইউ আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাজিদুর রহমান।
পরবর্তী সেশন বিকাল ৩টায় সিবিআইইউ অডিটরিয়ামে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনারের মাধ্যমে কর্মসুচীর সমাপ্তি হয়।এই অনুষ্ঠানে সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যতের উচ্চশিক্ষা বিষয়ক বৃত্তি ও ক্যারিয়ার সহায়ক আলোচনা করেন।