মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেছেন, বান্দরবান জেলার ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মধ্যে সবচেয়ে বেশী পিঁছিয়ে রয়েছে ম্রো জনগোষ্ঠীরা। তাই অগ্রাধিকার ভিত্তিতে পিঁছিয়ে পড়া ওইসব ম্রো জনগোষ্ঠির সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সকালে জেলার লামা পৌরসভা এলাকাস্থ ¤্রাে কমপ্লেক্সের তিন তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এ সময় আলীকদম সেনাবাহিনীর নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল সাব্বির হাসান ও বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল মনজুরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিক ও মো. সাইফুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, আলীকদম ¤্রাে কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক ¤্রাে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ম্রো কমপ্লেক্সটির ৩ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রায় কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সের নীচ তলায় থাকবে হলরুম, দ্বিতীয় তলায় ছাত্রদের জন্য আবাসিক ও ৩য় তলায় ডায়নিং ব্যবস্থা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।