ফারুক আহমদ উখিয়া : কক্সবাজারের উখিয়ায় দু’দিনব্যাপী স্থানীয়দের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা আজ (১ ৯জুলাই) মঙ্গলবার শুরু হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব ।
উপজেলা প্রশাসনের সহায়তায় ইউএসএআইডি’র অর্থায়নে এনজিও সংস্থা প্রত্যাশী এ মেলার আয়োজন করেন। এতে সাপোর্ট পার্টনার ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা প্রত্যাশীর সিনিয়র প্রোগ্রাম অফিসার জুনাইদ আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়াজ উদ্দিন, সংস্থার কমিউনিকেশন অফিসার ইকবাল উদ্দিন ও শাখা ব্যবস্থাপক মিজান সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী প্রমূখ।
সিনিয়র প্রোগ্রাম অফিসার জুনাইদ আলী জানান , বেম্বু ক্রাফট, উডেন ক্রাফট, জুট ক্রাফট,হ্যান্ডি ক্রাফট,ড্রাই ফিশ,ক্লথিং ৬ টি ট্রেডের ২৮ ধরনের হস্তশিল্পের বিভিন্ন পণ্যে অনুষ্ঠিত মেলায় প্রদর্শনী করা হয়।
আগামী কাল বুধবার উৎপাদিত পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনজিও সংস্থা প্রত্যাশীর প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়াজ উদ্দিন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।