ইমাম খাইর, সিবিএন:
উখিয়ার লাম্বাসিয়া ক্যাম্প থেকে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ রফিক (৩৮) নামক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোররাত সোয়া ৩টার দিকে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়েছে।
আটক রফিক (এফসিএন-২৯৪৯৪৯) লাম্বাসিয়া ক্যাম্প-১/ডব্লিউ এর গুরা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, মোহাম্মদ রফিক নামক রোহিঙ্গার বসতঘরে ইয়াবা মজুত আছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির পর ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় মাদক কারবারী রফিককেও আটক করে অভিযানকারী দল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদক বিরোধী চলমান অভিযান আরো জোরদার করা হবে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।