ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মো: আবু বকর সিদ্দিক (২০) নামের পর্যটককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সী-সেইফ লাইফ গার্ডের সহায়তায় তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
মো: আবু বকর সিদ্দিক ঢাকার সাভার এলাকার সাচ্চু মিয়ার ছেলে।
তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
এসব তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাতলী বিচে গোসল করতে নামে সাভার থেকে আগত পর্যটক মো: আবু বকর সিদ্দিক। গোসলের এক পর্যায়ে ডুবে যেতে দেখে সী-সেইফ লাইফগার্ডের সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। এরপর সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।