জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সুপার ইউনিট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল ) শাখার বিদ্যমান স্থগিত কমিটি বিলুপ্ত করে মোঃ নাসির উদ্দিন শাওন কে সভাপতি এবং মোঃ রাজু আহমেদ কে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দফতরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি চট্টগ্রামের বাঁশখালীর সন্তান মোঃ নাসির উদ্দিন শাওন এবং সাধারণ সম্পাদক ঝিনাইদহের শৈলকুপার সন্তান রাজু আহমেদ দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ বলেন, “আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নব নির্বাচিত কমিটি রাজপথে সম্মুখে থেকেই নেতৃত্ব দিবে। ইনশাআল্লাহ”।