মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরার মনু'র পাহাড় নিবাসী খালেক নেওয়াজ (৪৬) আর নেই। সোমবার ১ আগস্ট রাত সাড়ে ১০ টার স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
মরহুম খালেক নেওয়াজ মরহুম আলহাজ্ব মনিরুজ্জামান প্রকাশ মনু মিস্তিরির দ্বিতীয় পুত্র। তিনি পেশায় একজন ইলেকট্রিক টেকনিশিয়ান ছিলেন। খালেক নেওয়াজ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার ২ আগস্ট সকাল ১০ টায় দক্ষিণ রুমালিয়ার ছরা শহর পুলিশ ফাঁড়ির সামনের মাঠে মরহুম খালেক নেওয়াজ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।