সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পুর্ব পাহাড়তলী সমাজ কমিটি নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে কবির আহমদ কোম্পানীকে সভাপতি, ফোরকান আহমেদ খোকন সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল গফুরকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) বাদে এশা পূর্ব পাহাড়তলী এলাকায় আব্দুল মালেক মুন্সী বাড়ীর প্রাঙ্গনে মতবিনিময় সভায় সমাজের বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। পূর্নাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভার মধ্যে ছিলো সমাজের বিভিন্ন বিষয়ে নিয়ে সার্বিক আলোচনা সভা, কার্যকরী কমিটি ঘোষণা, কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন।
এই মতবিনিময় সভায় উপস্থিত সমাজের প্রবীণ সদস্যরা বলেন, এই সমাজ প্রাচীন সমাজ। ১৯৮০ সালে গুটি কয়েক সদস্য নিয়ে এই সমাজ কমিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সমাজকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের কে ব্যর্থ চেষ্টায় লিপ্ত না হয়ে ভাল হয়ে যাওয়ার আহবান জানান। পরে আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ০৮ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়।
উপদেষ্টা কমিটিতে নূর বক্সকে প্রধান উপদেষ্টা করে প্রবীণ মুরব্বী আব্দুর রশীদ,শেখ আহমদ প্রঃ বান্টু, মোহাম্মদ ফারুক,মাষ্টার মোহাম্মদ শফিক,হাজী মোহাম্মদ সাম্শু,মোহাম্মদ হারুন মিস্ত্রি, ছৈয়দ মোহাম্মদ সওদাগর ও প্রধান সমন্বয়ক মোঃ নাছির উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শহীদুল করিম,মোহাম্মদ রফিক সওদাগর, মোহাম্মদ দেরাজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,সব্বির আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ হাশেম,প্রচার সম্পাদক আব্দু শুক্কুর,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক সরওয়ার হোসেন,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক, নির্বাহী সদস্যরা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন,আবুল কালাম ড্রাইভার, মোহাম্মদ সেলিম,মোহাম্মদ শাহ আলম,জাহেদুল আলম রানা,মোহাম্মদ জুবায়ের, মোঃ জামাল সওদাগর ও মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খোকন ও সহ-সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এর আগে সমাজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা নূর বক্সসহ ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিদের ফুল দিয়ে বরণ করা হয়।