প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ আজ দুপুরে রামু উপজেলার চেইন্দাস্থ
অফিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করে। হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর মহীয়সী জীবন সম্পর্কে তুলে ধরেন হোপ হসপিটালে সিনিয়র কনসালট্যান্ট ডাঃ নিন্ময় বিশ্বাস, হোপ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার দিলীপ কুমার শিকদার, সিনিয়র ম্যানেজার ডাঃ মোঃ ফয়জুল ইসলাম, চীফ ফাইন্যান্স এন্ড একাউন্ট অফিসার মোঃ আরিফুর রহমান, ডাঃ জিসানসহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর কর্মময় জীবনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার ইয়াসমিন আক্তার ও প্রজেক্ট কো-অর্ডিনেটর বিথীকা হাজরা।
প্রসঙ্গতঃ বলা দরকার যে, কক্সবাজারের কৃতি সন্তান ডাঃ ইফতিখার উদ্দিন মাহমুদ অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি শুরুর দিন থেকে আজ অবধি সরকারের সার্বিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছে।