মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের ৩৩/১১ কেভি উপকেন্দ্র সমূহের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন সমগ্র কক্সবাজার ও আশে পাশের এলাকায় শনিবার ১৩ আগস্ট সকাল ৭ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত একটানা ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।
প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন সকাল ১১ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
এদিকে, সুষ্ঠ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।