রামু প্রতিনিধি:
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ কে না বলুন শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ১১ আগস্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এ ক্লাস ক্যাম্পেইন আয়োজন করে- ইউএসএইড ইয়েস অ্যাক্টিভিটি এর আওতাধিন সিসিডিবি। এতে বাল্যবিয়ের কূফল, বাল্য বিয়ের কারণ, রোধের উপায়, বাল্য বিয়ের কারনে মা ও নবজাতকের স্বাস্থ্যঝূঁকি ও আর্থসামাজিক ক্ষতি, বর্তমানে বাল্য বিয়ের পরিস্থিতি সহ এ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরা হয়।
সিসিডিবি’র পিস মনিটর নাঈম উদ্দিন ও হুমাইরা আক্তারের সঞ্চালনায় আয়োজিত এ ক্যাম্পেইনে আলোচনায় অংশ নেন- সিসিডিভি’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইউনুস, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, সমির চন্দ্র দে, ইউএসএইড ইয়েস অ্যাক্টিভিটি এর আওতাধিন সিসিডিভি’র কমিউনিটি অর্গানাইজার হাসিবুল হাসান ও মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাল্য বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার করান সিসিডিভি’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইউনুছ। এসময় ছাত্রছাত্রীরা বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ার দৃঢ় শপথ নেন।
রামুর জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
