আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. আনোয়ার সাদেক(২৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
শুক্রবার(১২আগস্ট)ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা ঐ ক্যাম্পে ব্লক-সি,শেড-৮২৩,রুম০৩-বাসিন্দা নুর আলমের ছেলে।
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি)মোহাম্মদ হাসান বারী নূর জানান,শুক্রবার ভোরে
গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি রোহিঙ্গা মোঃআনোয়ার সাদেককে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।