জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ২৯তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (IMC) ২০২২ এর স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো অংশ গ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
”বাংলাদেশ দল” ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনলাইন প্লাটফমের মাধ্যমে অংশগ্রহণ করে করেছে।
বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর : ১৯৭.৮০। বাংলাদেশের দলগত মেধাক্রম: ১০। প্রতিযোগিতায় মেধাক্রম অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে ইসরাইল দল।
বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যে বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে "বাংলাদেশ দল"কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ প্রথম এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই জন্য যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
গতকাল ১১ আগস্ট ( ২০২২) বৃহস্পতিবার বাংলাদেশ গণিত সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়,
IMC বিশ্বব্যাপী আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা যা সকল স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত যাদের বসয়সীমা সর্বোচ্চ ২৩ বছর। এ বছর বিশ্বের ৫০টির ও বেশি দেশের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অনলাইন/অফলাইন প্লাটফর্মে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ এবার সর্বপ্রথম অনলাইন প্লাটফর্মে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক ও ব্যাকবন টেকনলোজি সহযোগীতায় বাংলাদেশ সর্বপ্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ বছর ১-৭ আগস্ট ২০২২ তারিখ আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়া, বুলগেরিয়ায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) এর সহযোগীতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।।
বাংলাদেশের প্রতিযোগিদের স্কোর ও মেধাক্রম হলো:
১। সাব্বির রহমান, ৪র্থ বষর্, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, স্কোর : ৫৭, মেধাক্রম : ৫২-৫৩, ১ম পুরস্কার
২ । অন্তনি রায় চৌধুরী, ২য় বর্ষ, গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগ, ব্রাক বিশ্ববিদ্যালয়, স্কোর : ৪৮, মেধাক্রম : ৮৮-৯১, ১ম পুরস্কার
৩। মেহেদী হাসান নওশেদ, ৩য় বর্ষ, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্কোর : ৪৮, মেধাক্রম : ৮৮-৯১, ১ম পুরস্কার
৪। জুবায়ের রহমান, ৪র্থ বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্কোর : ৪০, মেধাক্রম : ১৫২-১৬০, ১ম পুরস্কার
৫। মোঃ হাসান কিবরিয়া, ৪র্থ বর্ষ, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্কোর : ৩১, মেধাক্রম : ২৬১-২৭৪, ২য় পুরস্কার।
বীজ গণিত, বাস্তব ও জটিল বিশ্লেষণ, জ্যামিতি ও কমভিনেটরী থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ড. মোঃ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কোচ এর দায়িত্ব পালন করেন এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম।