হ্যাপী করিম ,মহেশখালী:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর সৌজন্যে মহেশখালীর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দেবে মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ। এ সংগঠনের মাধ্যমে মহেশখালী'র দ্বীপের প্রত্যন্তঞ্চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা দিয়ে আসছে প্রতি বছর।
সমিতির সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য চট্টগ্রামের চকবাজার গুলজার মোড় হতে সকালের পরীক্ষার্থীদের জন্য ৮ টায় এবং বিকেলের পরীক্ষার্থীদের জন্য দুপুর ১২ টায় বাস ছাড়বে । সকল ইউনিটের পরীক্ষার্থীদের জন্য বাসগুলোতে “ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস” লেখা ব্যানার টানানো থাকবে। আগাম রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন- t.ly/bi1k তা ছাড়াও যে কোন প্রয়োজনে অত্র সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে- 01860602020, 01819078711, 01814261970
এ প্রসঙ্গে সমিতির সভাপতি-সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম জানান প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের যাতায়াত ব্যবস্থার পাশাপাশি তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কাজ করে যাচ্ছে মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। এ ধারা অব্যাহত রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক তথা আগামী দিনের উজ্বল মুখ, কৃতি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রথম ধাপ সুগম করে চলেছে। এ সকল শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তাদেরকে দেশ ও মাতৃভুমির কল্যাণে কাজ করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস অব্যাহত থাকবে। এ আয়োজনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর ব্যক্তিবর্গ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন ও সংগঠনের নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।