মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এদেশের গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে আগামী বুধবার ২৪ আগস্ট কক্সবাজার শহরের গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করে গণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, পরিবহনভাড়া ও দব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল ও যুবদল নেতা হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে অনুষ্ঠিতব্য গণমিছিলকে সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌর বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল দলীয় নেতা-কর্মীদের উদ্দ্যেশে এ আহবান জানান।
কক্সবাজার পৌর বিএনপি’র সহ সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম এর সঞ্চালনায়, দপ্তর সম্পাদক মোঃ ছুরত আলমের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল আরো বলেন, মানুষের জীবনযাত্রায় দুর্ভোগের সীমা নেই। মানুষ এ দুর্ভোগ থেকে এখন পরিত্রাণ চায়। ত্রাণকর্তা চায়।
তিনি বলেন, দেশে ডলারের রিজার্ভ আশংকাজনক কমে গেছে। ডালারের রিজার্ভ কাগজে একরকম, আর বাস্তবে অন্যরকম। বিদেশে অর্থ পাচার হয়েছে ব্যাপক। এ অবস্থায় দেশপ্রেমিক মানুষ কখনো ঘরে বসে থাকতে পারেননা। এ বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যমত হয়ে অধিকার আদায়ে আন্দোলনের মাঠে নামতে হবে।
কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল বলেন, আগামী ২৪ আগস্টের গণমিছিল হবে অত্যন্ত শান্তিপূর্ণ, মিছিলে কোন উস্কানীমূলক শ্লোগান হবেনা, গণমিছিলে সর্বোচ্চ শৃংখলা থাকতে হবে।
বৃহস্পতিবার ১৮ আগস্ট কক্সবাজার পৌর বিএনপি ও সহযোগী সংগঠন সমুহের উদ্যোগে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হুমাইরা বেগম, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার, ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল বশর, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দীন আহমদ চৌধুরী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) এর সভাপতি আবদুল গফুর, ৯ নম্বর ওয়ার্ড (পূর্ব) সভাপতি মীর কাসেম বাদশা, ২ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) এর সভাপতি আবু বকর ছিদ্দিক, ৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) এর সভাপতি রমজান আলী, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাশেদ, ১ নম্বর ওয়ার্ড (পশ্চিম) এর সাধারণ সম্পাদক শফিউল আলম সোনা মিয়া, ১২ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) এর সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ১২ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) এর দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ২৪ আগস্টের গণমিছিল সফল করতে ওয়ার্ড ও এলাকাভিত্তিক প্রস্তুতি সভা করে ব্যাপক জনমত গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। প্রস্তুতি সভায় তিন শতাধিক পৌর বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা গণমিছিল আহবান করায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে আন্তরিক ধন্যবাদ জানান।