জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র , ছাত্র অধিকার পরিষদের নেতা আহনাফ সাইয়েদ খান এবং আইন বিভাগের ছাত্র, ছাত্র অধিকার পরিষদের কর্মী সালেহ উদ্দিন সিফাত। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা যায়, গতকাল রাতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেফতাহুল মারুফ কে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। মারুফ কে শাহবাগ থানায় গিয়ে ছাড়িয়ে আনতে মান ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শাহবাগ থানা থেকে ফেরার পথে আজ ১৯ আগস্ট (২০২২) শুক্রবার দুপুর দুইটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।এতে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ,আইন বিভাগের ছাত্র সালেহ উদ্দিন সিফাত এবং ঢাক বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক ,উর্দু বিভাগের ছাত্র আহনাফ সাইয়েদ খাঁন গুরুতর আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইট দিয়ে তাদের মুখে এবং চোখে আঘাত করা হয়। তাদের মাথায় জখম হওয়ার কারণে সিটি স্ক্যান করানো হয়।
হামলার বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন বলেন, জিয়া হলের প্রভোস্ট মিথ্যা অভিযোগ অপবাদ দিয়ে একজন ছাত্র কে শাহবাগ থানায় সোপর্দ করেছেন।আর সেই ছাত্র কে মুক্ত করে থানা থেকে ফেরার পথে সিফাত এবং আহনাফের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় আমরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। জিয়া হলের প্রভোস্ট বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি করছি।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউর সুমন বলেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন।তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে থানায় গিয়েছিল। এটা তাদের বিভাগীয় বিষয়।
এদিকে ছাত্র অধিকার পরিষদের নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।