চট্টগ্রামে বড় বোনের বিরুদ্ধে ছোট বোনের সংবাদ সম্মেলন

‘আমি নিঁখোজ বলে প্রচার করে ভূমিদস্যুরা সম্পত্তি আত্মসাৎ করতে চায়’

প্রকাশ: আগস্ট ২৬, ২০২২ ১০:০৮ pm , আপডেট: আগস্ট ২৭, ২০২২ ১:২৬ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


চট্টগ্রাম প্রতিনিধিঃ

জীবিত থাকাকালে দানপত্রমূলে বাবার দেওয়া সম্পত্তি আত্মসাৎ চেষ্টা, প্রাণে মেরে ফেলার ভয়ভীতি হুমকি ও নির্যাতনের অভিযোগ এনে আপন বড় বোন এবং তাঁর স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কামরুন নাহার ভূঁইয়া (ইভা) নামে এক ভূক্তভোগী নারী।

২৬ আগষ্ট (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন করেন। ঘটনাটি নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডের বেপারী পাড়া এলাকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুন নাহার ভূঁইয়া জানান, তার বাবা মরহুম ইয়াকুব আলী ভূঁইয়া একজন স্বনামধন্য ব্যবসায়ি ছিলেন। তাঁরা দুই বোন। তাঁদের বাবা জীবিত থাকাবস্থায় দানপত্র দলিলে আগ্রাবাদ মৌজার বি.এস ৯৭০৬ নং দাগের ০.০৭৮৮ একর সম্পত্তি কামরুন নাহারকে দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে তাঁর মায়ের মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে মালিক ০.০৭৮৮ শতাংশ সম্পত্তি ৩৫৮৪/১৯৯২-১৯৯৩ ইংরেজীতে নামজারী মূলে নামজারী খতিয়ান সৃজন করেন।

তিনি অভিযোগ তোলেন, তাঁর বাবা ও মায়ের মৃত্যুর পর বড়বোন শামসুন নাহার ও তাঁর সাবেক স্বামী হাফিজুর রহমান সোহেল এবং বর্তমান স্বামী শামসুল আরেফিন লিংকন মিলে সেই সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এমনকি বিভিন্নভাবে তাঁকে নির্যাতন ও জমি দখলের পাঁয়তারা করে আসছেন। এমনকি ভূমিদস্যু লেলিয়ে দেওয়াসহ নানা ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতার কথা বলে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কামরুন নাহার ভূঁইয়া আরও অভিযোগ করে বলেন, তাঁর পিতার রেখে যাওয়া টাকা ও মায়ের স্বর্ণ অলংকারও অভিযুক্ত বড়বোন ও তাঁর সাবেক স্বামী আত্মসাৎ করেছেন। যার অডিও রেকর্ড তাঁর নিকট সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে তিনি ২০২০ সালে সেই সম্পত্তি জনৈক মাহবুব আলমের কাছে বিক্রি করেন। তিনি যাতে পজিশনে যেতে না পারে তার অপকৌশল হিসেবে আমাকে নিখোঁজ বলে প্রচার করছেন। যার কোন ভিত্তি নেই। কারণ আমি কখনো মাহবুব আলম কতৃক অপহরণ বা নিরুদ্দেশ নই। এসব আমার বড়বোন শামসুন নাহারের সাজানো নাটক। তাদের ভয়ে আমি ঢাকায় বসবাস করছি। তাদের কারণে আমার চায়নায় ডাক্তারী কোর্স পড়া ছেড়ে দিতে হয়েছে। তাদের বিরুদ্ধে আমি থানায় জিডি করেছি।

কামরুন নাহার ভুঁইয়া (ইভা) অভিযোগে বলেন, কিছুদিন আগে তারা একটি বাসায় সংবাদ সম্মেলন করেছেন। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি ছিলো মূলত আমার সম্পত্তি আত্মসাতের অপকৌশল। যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বানোয়াট। এসবে বিভ্রান্ত না হতে আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে ভূক্তভোগী নারী বলেন, অভিযুক্তদের অব্যাহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায়। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবি জসিম উদ্দিন আকন, আইনজীবি দীপক দত্ত।