নিজস্ব প্রতিবেদক:
সোনাদিয়া থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত সামুদ্রিক এলাকায় বিপন্নপ্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে সম্পাদিত জরিপের ফলাফল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ আগস্ট) কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় জরিপের ফলাফল ও সামুদ্রিক কাছিম সংরক্ষণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান।
ইউএসআইডি’র অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের জরিপের ফলাফল ও সামুদ্রিক কাছিম সংরক্ষণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য দেন ড. ফরিদ আহসান। অতিথির বক্তব্য দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম।
কাছিম সংরক্ষণের সাথে জড়িত বিভিন্ন সংস্থা থেকে অভিজ্ঞ ব্যক্তিবর্গ কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কোডেকের উপ-নির্বাহী প্রধান কমল সেনগুপ্ত।
প্রকল্প পরিচালক শীতল কুমার নাথের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহনকারী ব্যক্তিগণ সামুদ্রিক কাছিম সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, কক্সবাজারের সোনাদিয়া থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, কাছিম সংরক্ষণে সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগ এবং জেলেদের জাল থেকে কাছিম যাতে নিরাপদে বের হতে পারে তার জন্য জালে টিইডি’র ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।