নিজস্ব প্রতিবেদক
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কক্সবাজার সদর ও রামুর ২১ ইউনিয়নে একযোগে গণমিছিল করেছে বিএনপি।
সোমবার (২৯ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে কয়েকটি স্থানে বাধা প্রদান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে দলের কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশে তৃণমূল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। গণমিছিল ও সমাবেশ থেকে অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ডাক দিয়েছে সর্বস্তরের নেতাকর্মীরা।
মিছিলে বিভিন্ন ইউনিয়নে যারা মিছিলের নেতৃত্বে ছিলেন তারা হলেন,
ফতেখাঁরকুল বিএনপিঃ
ফতেখাঁরকুলের মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, ফতেখাঁরকুল বিএনপির আহবায়ক আবদুল করিম সওদাগর, সদস্য সচিব জয়নাল আবেদীন, রামু বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাশেমসহ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।
চাকমারকুলঃ
উপজেলা বিএনপির সহ-সভাপতি মুফিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, চাকমারকুল বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানী, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, রামু বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব ছোটনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
জোয়ারিয়ানালাঃ
জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জোয়ারিয়ানালা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক,ছাত্রদল সদস্য সচিব নুরুল আবছার, রামু উপজেলা কৃষকদল আহবায়ক হালিমুর রহমান সিকদারসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
রশিদ নগরঃ
রশিদ নগর বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউয়ারখোপঃ
উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোক্তার আহমদ, কাউয়ার খোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমদ, যুগ্ম আহবায়ক জাগের আহমদ, যুগ্ম আহবায়ক নবী হোছন, রামু উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হানিফ জিহাদী, রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনাব নুরুল আমিন, রামু উপজেলা তাঁতীদলের আহবায়ক মনজুর আলম, রামু উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ জিহাদী, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উল্লাহ, কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন রনি, সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা বিএনপি নেতা যথাক্রমে আমান উল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।
রাজারকুলঃ
রাজারকুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দানু মিয়া, বিএনপি নেতা আরিফুর রশিদ, ছাত্রদল রামু উপজেলা আহবায়ক ছানা উল্লাহ সেলিমসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
কচ্ছপিয়াঃ
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক, কলিম উল্লাহসহ যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
গর্জনিয়া বিএনপির সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক মুহিব্বুল্লা চৌধুরীর নেতৃত্বে গণমিছিলে যুবদল, ছাত্রদলসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ইব্রাহিম বাবুল ও সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির গণমিছিল আহবায়ক লিয়াকত আলী খাঁন ও সদস্য সচিব আবছার কামালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময় যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির বিশাল গণমিছিল সভাপতি এস, এম ফরিদ ও সাধারণ সম্পাদক ফরিদুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঈদগাঁও ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, জেলা যুব নেতা মোজ্জাফর আহমেদ সুমন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তাহের মুন্না, শান্ত,আলমগীর, সাধারণ সম্পাদক, জসিম উদ্দীন, তাতীদলের সভাপতি আব্দু জবার, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, যুব নেতা মোস্তফা কামাল, নোমান।এছাড়া ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, আবুল কালাম বাবুল, ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, শ্রমিক নেতা রেজাউল করিমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খুরুশখুলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি আবদুল মাবুদ, ইউনিয়ন বিএনপি সভাপতি আমানুল হক আমান চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল্লাহ নুর, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাব উদ্দিন, ছাত্রদল নেতা নাজমুল সাহেদ, আবুবক্কর ছিদ্দিক সহ প্রমুখ।
ঝিলংজা ইউনিয়নে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন, তাঁতীদলের আহ্বায়ক ঈমাম খালেদ স্বপন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপি সভাপতি রাশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুল সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম.রাশেদুল করিম রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রশিদ আহম্মেদ, সদস্য সচিব মুফিজুর রহমান, ছাত্রনেতা আজিজুল হক সহ প্রমুখ।
পি.এম.খালীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব ছৈয়দ নুর সওদাগর, ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক শামসুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক মুবিন উল হক, মাছন আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহেছানুল করিম, ছাত্রদল নেতা নজরুল ইসলাম কবি, নেজাম উদ্দিন প্রমুখ।
ভারুয়াখালীতে উপস্থিত ছিলেন, সদর বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম কাদের মাষ্টার, ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুর রহমান সিকদার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ সভাপতি দিল মোহাম্মদ মেম্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক সিরাজুল হক সিরাজ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন প্রমুখ।
চৌফলদন্ডীতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোস্তফা কামাল মেম্বার, সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম, সিনিয়র সহ সভাপতি ছফর আলম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোটাস কামাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন, ছাত্রনেতা সাহাব উদ্দিন চৌধুরী , আশেক মোস্তাফা রিয়াজ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের হাতে দেশ এক মুহূর্তের জন্য নিরাপদ নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি’র গণ-আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে।
রাতের আঁধারে অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচারী হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।