এম.এ আজিজ রাসেল :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ আগস্ট বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে বিকাল ৩টা ১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। বিকাল ৩টা ৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান। এছাড়া বিকাল সাড়ে ৩টায় বিশাল শোক র ্যালী বের করা হবে। শোক র ্যালীটি মুক্তিযোদ্ধা মাঠ হয়ে কলাতলী ডলফিন মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় জেলা ছাত্রলীগ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে কক্সবাজারের সব উপজেলা, পৌরসভা, কলেজসহ সকল ইউনিট থেকে ছাত্রলীগের প্রায় ৫০ হাজার নেতাকর্মী অংশ নেবে। কর্মসূচি চলাকালে যানজট নিরসনসহ জনভোগান্তি রোধে কাজ করবে ছাত্রলীগের স্বেচ্ছাসেবকেরা।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, মুন্না চৌধুরী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, জেলা ছাত্রলীগ নেতা ইরফানুল হক হিমন, জামশেদ উদ্দিন, সায়েদ হোসেন কাদেরী, সাজ্জাদ হোসেন, মুরাদ মাহমুদ চৌধুরী, ইশমাম রফিক ও ইমরান আহমদ রুবেল।