নিজস্ব প্রতিবেদকঃ
সাগরে মাছ ধরতে গিয়ে নিহত কক্সবাজার সদরের খুরুশকুল পূর্ব হামজার ডেইলের ৮ জেলে পরিবারের মাঝে দেশনায়ক তারেক রহমানের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) পরিবারের সদস্যের হাতে অনুদানের অর্থ তুলে দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এসময় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা লুৎফুর রহমান কাজলসহ বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ১৯ আগস্ট খুরুশকুলের ১৯ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নাজিরারটেক পয়েন্টে বৈরী আবহাওয়ার কবলে পড়ে। এসময় ১১জন জেলেকে জীবিত উদ্ধার করতে পারলেও ৮জন জেলে নিখোঁজ হয়। পরে একে একে এই ৮জন জেলের মৃতদেহ সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ফজল আহমদের ছেলে মোঃ আয়ুব, গুরা মিয়া মাঝির ছেলে সাইফুল ইসলাম, ছব্বির আহমদের ছেলে খোরশেদ আলম বাগু, মৃত ছৈয়দ নুরের ছেলে নুরুল ইসলাম, নাজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন, মৃত নুরুল হকের ছেলে মোঃ নুরুল আবছার, আবুল হোসেনের ছেলে আজিজুল হক, মৃত সোলতান আহমদের ছেলে হোসেন আহমদ।
তারা সবাই পূর্ব হামজার ডেইল আদর্শগ্রামের বাসিন্দা।
আর্থিক অনুদান প্রদান করে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। যে কোন দুর্যোগে বিএনপি পাশে ছিল, আছে এবং সামনেও থাকবে।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, কক্সবাজার জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক সালামত উল্লাহ বাবুল, সদস্য সচিব মোস্তফা কামাল, কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আমানুল হক আমান, পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম সাইফুল্লাহ নূর, সাধারণ সম্পাদক শাহআলম ছিদ্দিকী, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রুমন, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম, চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দুল করিম, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতাহার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল শাহেদ,খুরুশকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব ফরিদুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গীয়াস উদ্দিন সহ খুরুশকুল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।