পেকুয়া সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ( ওসি) মোঃ ফরহাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলছুম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম শহিদুল্লাহ বি এ, সাংবাদিক জহিরুল ইসলাম, টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি পেকুয়ার সভাপতি মাহবুব ছিদ্দিকী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম, বদিউল আলম, সাংবাদিক জালাল উদ্দিন, সূশীল সমাজের প্রতিনিধি নাছির উদ্দিন বাদশা, পেকুয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পেকুয়া বি এম আই কলেজের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, কক্সবাজার পল্লীবিদ্যুত সমিতির এ জি এম দীপন চৌধুরী, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ওয়াহেদুর রহমান ওয়ারেচী, পেকুয়া বাজার বণিক সমিতির সেক্রেটারী মোঃ শাহেদ ইকবাল, চকরিয়া-পেকুয়া সি এন জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দরা।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম, জাহাঙ্গীর আলম পেকুয়া বাজারের পশ্চিম পার্শ্বে গ্রামীণ ব্যাংক সংলগ্ম জায়গাটিকে টার্মিনাল স্থাপন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, পেকুয়া চৌমুহুনী ও বাজারের যানজট, মাদক, জুয়া, চোর-সিন্ডিকেট ও সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা পালনে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) কে যানজট, মাদক, জুয়া, চোরের উপদ্রব রোধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন এবং বারবাকিয়া ও উজানটিয়ার সাবেক চেয়ারম্যানসহ নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি ও মামলা থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পদক্ষেপ, এবং দূর্গাপূজা চলাকালীন নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।